বাইশে শ্রাবণ ১৪২৩

 মুহম্মদ নূরুল হুদা
তোমার সৃষ্টির পথে
হেঁটে হেঁটে
অকস্মাৎ দেখে ফেলি
জ্যোতিষ্ক তোমার;
যে দেখায় অন্তরের পথ,
যে শেখায় কালান্তরে
শান্তির শপথ।
চিরস্বচ্ছ চিরসমুজ্জ্বল
সেই পথে চলমান
শ্রাবণের রথ;
সে পথের যাত্রী আমি,
সে পথের যাত্রী তুমি,
সে পথেই আমাদের
আলোকশপথ।
যে দেখেছে
নিজচিত্তে সত্যের সম্ভার,
সে দেখেছে সৃষ্টিচিত্তে
শান্তির অক্ষয় অধিকার।
না,
নেই কোনো মৃত্যুদিন
আছে শুধু জন্মদিন,
কবি তো কখনো নয়
মৃত্যুর অধীন।
কবিকে আপন করো
আপন অন্তরে;
সৃষ্টি ও শান্তির সখ্যে
আলো জ্বালো আপনার ঘরে।
প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com