ফেনীতে সেলিম আলদীনের জন্মদিন উদযাপন

শহর প্রতিবেদক» বরেণ্য নাট্যাচার্য ড. সেলিম আল দীনের ৬৭তম জন্মদিন বৃহস্পতিবার তার নিজ জেলা ফেনীতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপন হয়েছে। আলোকিত ফেনী ফাউন্ডেশন ও শিল্পতীর্থ এর যৌথ আয়োজনে বিকাল ৩টায় জেলা পরিষদ ভবনের ড. সেলিম আল দীন মিলনায়তনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানআরা বেগম সুরমা। আলোকিত ফেনী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।

মূখ্য আলোচক ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক রফিক রহমান ভূঁইয়া। কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ ইকবাল চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শিল্পতীর্থ সম্পাদক হুমায়ুন মজুমদার। কবি শাবিহ মাহমুদ নাট্যাচার্য সেলিম আল দীন পরিচিতি ও কবি সজিব ওসমান স্বরচিত কবিতা পাঠ করেন।

প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঞা। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমরজিৎ দাস টুটুল, অনুরণন আবৃত্তি চর্চা কেন্দ্রের প্রধান সমন্বয়ক এডভোকেট রাশেদ মাযহার, আর্য্য সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সমর দেবনাথ, নাট্যকর্মী নাসির উদ্দিন সাইমুম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে শিল্পতীর্থ এর ব্যবস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিকে সন্ধ্যায় সোনাগাজীর সেনেরখিলের পৈত্রিক বাড়িতে সেলিম আল দীন স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com