প্রথম বারের মতো লেবানন গেলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

বৈরুত (লেবানন) সংবাদদাতা» প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে লেবানন গেলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্হান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। ১০সদস্যের প্রতিনিধি দল নিয়ে গত ১০ আগষ্ট মিডেল ইষ্ট এয়ার লাইনস এর একটি ফ্লাইট এ লেবানন এসে পৌছান।

তিনি লেবাননে বাংলাদেশীদের কর্মসংস্হান বৃদ্ধি, শ্রমিকের নিরাপত্তাসহ বিভিন্ন সুযোগ -সুবিধার জন্য লেবাননের শ্রমমন্ত্রী মি: সেজান আজ্জির সাথে দ্বি-পাক্ষিক আলোচনা করবেন। এছাড়া তিনি ব্যবসায়ী, মিডিয়ার ব্যক্তিবর্গসহ বিভিন্ন জনের সাথে বাংলাদেশের উন্নয়নের ব্যাপারে আলোচনা করবেন।  আগামী ১৪ আগষ্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com