কলকাতায় ‘বাংলাদেশ বইমেলা’ সেপ্টেম্বরে

শিল্প-সাহিত্য ডেস্ক»কলকাতায় ‘বাংলাদেশ বইমেলা’ শুরু হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। এবারও মেলা হবে রবীন্দ্রসদন মুক্ত প্রাঙ্গণে। প্রথম দিকে গগনেন্দ্র প্রদর্শনশালার দু’টি তলা নিয়ে শুরু হলেও মেলার পরিসর বাড়ায় রবীন্দ্রসদনের মুক্ত প্রাঙ্গণে করা হচ্ছে।

এদিকে জানা গেছে, বাংলা একাডেমি, শিশু একাডেমি, নজরুল ইন্সটিটিউটসহ বাংলাদেশের পঞ্চাশটি খ্যাতনামা প্রকাশনা অংশ নিচ্ছে এ মেলায়।

তবে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন মেলা শুরুর নির্দিষ্ট দিন এখনও জানায়নি।

মেলার সঙ্গে যুক্তরা জানান, এ মেলার মূল উদ্দেশ্য শুধু বিক্রি নয়, এ অঞ্চলে বাংলা ভাষাভাষী কবি, সাহিত্যিক, পাঠক ও বরেণ্য ব্যক্তিদের চিন্তা-ভাবনা বিনিময়ের এক অপূর্ব মিলনক্ষেত্র হয়ে ওঠে।

মেলা চলবে প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত।

পঞ্চাশটি বইয়ের স্টল ছাড়াও মেলায় থাকবে বাংলাদেশ ও পশ্চিমবাংলার শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। দু’দেশের প্রথিতযশা আলোচকদের নিয়ে থাকবে সেমিনার।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com