জাগো ফেনী ডেস্ক»দাগনভূঞায় আরো এক শিশু পানিতে ডুবে মারা গেছে। রবিবার সন্ধ্যার দিকে স্থানীয় গজারিয়া বাজার সংলগ্ন কেরামত আলী মাষ্টার বাড়ীতে মর্মান্তিক এ ঘটনার পূনরাবৃত্তি ঘটে।
নিহত স্বর্ণা উপজেলার রাজাপুর ইউনিয়নের নন্দির গাঁও গ্রামের বেপারী বাড়ীর সিরাজুল ইসলামের এক মাত্র মেয়ে।
জানা যায়,স্বর্ণা সকালে মায়ের মাথে গজারিয়ায় ফুফুর বাড়ীতে আসে ।
বিকালে বেলা স্বর্ণাকে হঠাত খুঁজে না পেয়ে তার মা পান্না আক্তার স্বজনদের নিয়ে পাশ্ববর্তী পুকুর ও জলাশয়ে খোঁজ শুরু করে।
এক পর্যায়ে সন্ধ্যার দিকে গজারিয়া বাজার সংলগ্ন সিলোনীয়া সড়কের পাশে একটি পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায় তারা।
উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে রবিবার দুপুরে ওই গ্রামের মোল্লা বাড়িতে সদিয়া আক্তার (৫) নামে এক শিশু দালানের বেইস তৈরীর গর্তের পানিতে ডুবে মারা যায়।
এদিকে ওই এলাকায় একইদিন দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে বিরাজ করছে শোকের ছায়া।