২১ আগস্ট কলঙ্কজনক ইতিহাস: ফখরুল

জাগো ফেনী ডেস্ক>>বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “২১ আগস্ট বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কলঙ্কজনক ঘটনা। এটি বর্বরতম হত্যাকাণ্ড।”
রোববার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ন্যাপের সাবেক চেয়ারম্যান শফিউল গানি তপনের স্মরণে বাংলাদেশ ন্যাপ আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এতে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ একটি রাজনৈতিক দলের ২২ জন নেতা-কর্মী নিহত হয়েছেন। তিনি নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন।
রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, “যদি বর্তমান সরকার নির্বাচিত সরকার হতো, রামপালে এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হতো না। কারণ, তাদের জবাবদিহি থাকতো।
মির্জা ফখরুল প্রশ্ন রাখেন, যদি ভবিষ্যৎই ধ্বংস হয়ে যায়, তবে এ বিদ্যুৎকেন্দ্র কী কাজে আসবে?
বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানির সভাপতিত্বে স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফাই ভূঁইয়া প্রমুখ।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com