সোনাগাজী প্রতিনিধি»আনন্দ ভ্রমণ খাগড়াছড়ি গেলেন সোনাগাজী প্রেস ক্লাব নেতৃবৃন্দ। শুক্রবার সকাল ৮টায় ক্লাব সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি জসিম উদ্দিন কাঞ্চন এবং সাধারন সম্পাদক ও দৈনিক সকালের খবর প্রতিনিধি আবুল হোসেন রিপনের নেতৃত্বে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্র বেড়াতে যান।
এসময় তেরাং থৈ ঝর্না, অালুটিলা পর্যটন কেন্দ্র, অালুটিলা গুহা, জেলা পরিষদ পার্ক ও বিজিবি সদর দপ্তর পরিদর্শন করেন। প্রেস ক্লাবের এ আনন্দ ভ্রমনে আরো অংশ নিয়েছে দপ্তর সম্পাদক ও দৈনিক স্টার লাইন প্রতিনিধি সৈয়দ মনির অাহমদ , তথ্য সম্পাদক ও জিএস নিউজ’র সম্পাদক মেহেরাব হোসেন মেহেদি ,প্রচার সম্পাদক ও দৈনিক দুর্বার প্রতিনিধি- অানোয়ার হোসেন রবিন, সাহিত্য সম্পাদক ও দৈনিক নয়া পয়গাম প্রতিনিধি -ওমর ফারুক, সম্মানীত সদস্য ইসহাক খোকন , জহিরুল হক খান সজিব এবং সহযোগী সদস্য শরিয়ত উল্যাহ রিফাত।