নিজস্ব প্রতিবেদক»হোসনে আরা বেগম (৩২) নামে এক গৃহবধুকে ঘুমের মধ্যে গলাকেটে খুন করা হয়েছে। বুধবার রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া মুহুরীপাড়ার আবুল কালাম ড্রাইভারের বাড়িতে এই খুনের ঘটনা ঘটেছে।
নিহত হোসনে আরা ওই বাড়ির সৌদি আরব প্রবাসী জহির উদ্দিনের স্ত্রী। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
জানা গেছে, বুধবার রাত আনুমানিক ৩টার সময় হোসনে আরার কক্ষে প্রবেশ করে জবাই করে রেখে যায় দুর্বৃত্ত।
হোসেন আরার ভাই মো. রিয়াদ অভিযোগ করেন, আজ থেকে ১৫ বছর পূর্বে তার খালাতো বোন হোসনে আরার বিয়ে হয়। তার বাবার বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামে। আমার দুলা ভাইয়ের পরিবারের সাথে তাদের বাড়ির কয়েকজনের সাথে দ্বন্দ্ব চলছিলো। তারাই আমার বোনকে খুন করতে পারে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ এমকে ভূঁইয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।