নিজস্ব প্রতিবেদক»সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শনিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন করলেন সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন।
মাস্টার সুলতান আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, ফেনী প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাবেদ হোসাইন মামুন, সাংবাদিক শেখ আবদুল হান্নান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাঈদুল হক, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রিপন, যুবলীগ নেতা শরীয়ত উল্যাহ আরিফ, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, মাস্টার চিত্তরঞ্জন কর্মকার, এবিএম সামছুউদ্দিন, এরশাদ উল্যাহ, টিকেন্দ্র চন্দ্র দাস, ধর্মীয় শিক্ষক সিরাজুল ইসলাম, হাফেজ ফয়েজ উল্যাহ, দুলাল চন্দ্র দত্ত, মাইনুল হক, নজরুল ইসলাম, আরিফুল ইসলাম, নাজমুন নাহার, শারমিন আক্তার এবং নুরুল আমিন খোকন প্রমূখ।
মোনাজাত পরিচালনা করেন মাস্টার মহি উদ্দিন। প্রসঙ্গত; সারা দেশের ২ হাজার ১টি শিক্ষা প্রতিষ্ঠানে এক যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় সরকারিভাবে সোনাগাজী উপজেলায় ৩টি শিক্ষা প্রতিষ্ঠান সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় এবং হাজী রহিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ে ১৭টি করে ল্যাপটপ প্রধান করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ কম্পিউটার ল্যাবের নামকরণ করা হয়।