সোনাগাজী প্রতিনিধি» সোনাগাজীর ৮নং আমিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল আলম জহির পূনরায় দায়িত্ব গ্রহণ করেন। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে তিনি বলেন জনগনের ভোটে নির্বাচিত হয়েছি, সকলের সহযোগীতায় মডেল ইউনিয়ন গঠন করবো ইনশাল্লাহ। অতীতে দায়িত্ব পালনকালে ভুল ত্রুটি হয়েছে, আগামীদিনে সুন্দরভাবে পরিষদ পরিচালনার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।
আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আইয়ুব নবী ফরহাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, যুবলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন। এ সময় আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন আমিরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ , ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।