নিজস্ব প্রতিবেদক» সোনাগাজীতে রোববার সকালে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সুধী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বিদর্শী সম্বৌধী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা প্রশাসক আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সোনাগাজী সরকারী কলেজের অধ্যক্ষ মহি উদ্দিন চৌধুরী, এনায়েত উল্যাহ মহিলা কলেজের অধ্যক্ষ বাবু নিতাই চরণ ভৌমিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, সোনাগাজী ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এসএম সিরাজ উদ দৌলাহ, ফেনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. মোহাম্মদ সাইফুল্লাহ, খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবুল কাসেম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাঈদুল হক, সম্পাদক আবদুল মোতালেব, মাস্টার বাহার উদ্দিন, সেলিম আল দীন, সোনাগাজী পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাবু সমর দাস ও নবাবপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রমূখ।
সোনাগাজীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সুধী সমাবেশ ও মানববন্ধন
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : August, 14, 2016, 2:10 pm