নিজস্ব প্রতিবেদক» সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের শহীদ মানুমিয়ার বাজারে ১৪ আগস্ট রোববার সন্ধ্যায় জাতীয় শোক দিবসের মাইক লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বেচ্ছাসেবকলীগের ৪ কর্মী গুরুতর আহত হয়েছে ।
এলাকাবাসী জানায়, স্থানীয়রা উদ্ধার করে আহতদেরকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করেন। আহতরা হলেন, সাইফুল ইসলাম(২৮), কামাল উদ্দিন(৩০),মোঃ সাহেদ (২৯) ও সাইফুল ইসলাম (৩০)।
উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর পেয়ে সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে ফেনী সদর হাসপাতালে যান।