সোনাগাজীতে জেএমবি সদস্য দাউদ আটক

নিজস্ব প্রতিবেদক»আবু দাউদ প্রকাশ ওরফে দাউদ নামে জেএমবি সদস্যকে আটক করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।

মঙ্গলবার ভোররাতে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ভূঞাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

দাউদ চরচান্দিয়া ইউনিয়নের ভূঞাবাজার এলাকার মাওলানা আবু তৈয়ব প্রকাশের ছেলে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে ওই স্থানে অভিযান চালিয়ে জেএমবি সদস্য আবু দাউদকে আটক করা হয়েছে।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com