জাবেদ হোসাইন মামুন»বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সোনাগাজী শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে বিশ্ব শান্তি এবং দেশ ও জাতীর মঙ্গল কামনা করে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মহাবতার ভগমান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে।
পূজা উদযাপন পরিষদ সোনাগাজী শাখার সভাপতি বাবু জগদিশ চন্দ্র শীলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাবু সমর চন্দ্র দাসের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে ধর্মীয় আলোচনা সভার উদ্বোধন করেন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুশেন চন্দ্র শীল। প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সোনাগাজীর সহকারি কমিশনার (ভূমি) বিদর্শী সম্বোধি চাকমা, সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ূন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, আমিরবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, নাবাবপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল, বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাঈদুল হক, দুলাল চন্দ্র কান্তি মজুমদার এবং বাবলু মহাজন প্রমূখ।
পরে উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা সোনাগাজী বাজারের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয়।