সোনাগাজীতে এমিটি সোলার প্লান্টের পরিকল্পনা নিয়ে ভূমি পরিদর্শন

বিশেষ প্রতিবেদক» অপার সম্ভানাময় উপকূলীয় উপজেলা সোনাগাজীতে এবার প্রায় ১২শ’ কোটি টাকার সৌর প্লান্টের পরিকল্পনা করছে আমেরিকান এমিটি সোলার কোম্পানী।

এ প্রকল্প স্থাপনের জন্য ১৬ আগস্ট মঙ্গলবার কোম্পানীর কর্মকর্তারা প্রাথমিক ভাবে পূর্ব বড়ধলী মৌজা ও দক্ষিণ চরদরবেশ মৌজার একাংশের জমি গুলো পরদর্শন করেছেন। এসময় সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মিলন, এমিটি সোলার কোম্পানীর প্রকল্প সমন্বয়ক মো. নুরুল আফছার, প্রকল্প পরিচালক মো. বাচ্চু মিয়া, সাদি মিয়া, মনির আহম্মদ এবং সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাঈদুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com