সানগ্লাস কিনতে মাথায় রাখুন…

লাইফ স্টাইল ডেস্ক»ফ্যাশন সচেতন সবাই সানগ্লাস পরতে পছন্দ করেন। সানগ্লাস শুধু ফ্যাশনে নয়, চোখের সুরক্ষায়ও প্রয়োজন।

যেমন, রাস্তার ধুলোবালি, পোকা-মাকর ও সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে চোখকে বাঁচাতে এটি খুবই প্রয়োজন। যারা সাইকেল বা মোটরসাইকেল চালান তাদের জন্য সানগ্লাস অত্যন্ত জরুরি।

কারণ সাইকেল ও মোটরসাইকেল চলন্ত অবস্থায় বাতাসের ধুলোবালি এবং পোকা-মাকর চোখে এসে পড়তে পারে।

আর এসব ধুলোবালি ও পোকা-মাকর থেকে রক্ষা করে সানগ্লাস। সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের চোখের কর্নিয়ার ও রেটিনার দারুণ ক্ষতি করে। সানগ্লাস এই অতিবেগুনি রশ্মিকে চোখে আসতে শুধু বাধাই দেয় না বরং তা প্রতিহত করে।

সানগ্লাস ওজনে হালকা হলে পরতে বেশ আরামদায়ক লাগে।

আবার ভারি ফ্রেমের গ্লাস আমেরিকান আর্মি, ক্রিশ্চিয়ান ডিওর জনপ্রিয়।আবার অ্যাডিডাস, ওকলে, কেলভিন ক্লেনের সানগ্লাসও পছন্দ ক্রেতাদের।

তবে তরুণ-তরুণীদের জন্য পছন্দের নামগুলো হলো— ডলসি অ্যান্ড গাব্বানা, পলিস, প্রাডা, জর্জিও আর্মানি ইত্যাদি ব্র্যান্ড। সব চেহারার সঙ্গে সব ধরণের চশমা মানায় না। তাই চশমা নির্বাচনের ক্ষেত্রে আপনাকে যা যা মনে রাখতে হবে—

রং

সানগ্লাস কেনার সময় অবশ্যই এর রংয়ের দিকে খেয়াল রাখতে হবে। চেহারার সঙ্গে মানানসই এমন ফ্রেমের চশমা পছন্দ করা উচিত।

আকার ও আকৃতি

চশমা কেনার সময় আকার ও আকৃতির দিকে খেয়াল রাখতে হবে। ছোট মুখে বড় চশমা মানানসই নয়। তেমনি বড় মুখে চোখ চশমা মানায় না।

বড় চেহারার জন্য বড় গ্লাস

অনেকে মনে করেন চশমা যেমনই হোক না কেন কিনলেই হলো। আসলে সব মুখের সঙ্গে সব ধরণের চশমা মানায় না। যেমন বড় চেহারার জন্য বড় গ্লাস মানানসই।

ছোট চেহারায় পাতলা চশমা

যাদের চেহারা ছোট তারা একটু পাতলা আকৃতির চশমা বেছে নিন। এতে দেখতে ভালো লাগবে।

গায়ের রং বুঝে চশমা বাছাই

গায়ের রং অনুযায়ী চশমা বাছাই করা প্রয়োজন। যাদের ত্বক গাঢ় তারা কালো, কফি, বাদামি রঙের গ্লাস ব্যবহার করতে পারেন। আর যাদের গায়ের রঙ উজ্জ্বল তারা বেগুনি, সাদা, গোলাপি, লাল রংয়ের গ্লাস ব্যবহার করতে পারেন।

চুলের স্টাইল অনুযায়ী গ্লাস

চুলের স্টাইলের উপর নির্ভর করে গ্লাস ব্যবহার করুন। এতে আরও ফ্যাশনেবল মনে হবে।

ঘরে ঢোকার আগে গ্লাস খুলে রাখুন

ঘরে ঢোকার আগে অবশ্যই খুলে রাখুন।

ভালো ব্র্যান্ডের সানগ্লাস ব্যবহার করুন

চশমা কেনার আগে ভালো ব্র্যান্ডের চশমা বাছাই করুন। যেমন তেমন চশমা দেখতে যেমন ভালো লাগে না তেমনি এটি ফ্যাশনেও বাধা দেয়।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com