নিজস্ব প্রতিবেদক»সন্ত্রাস জঙ্গীবাদের বিরুদ্ধে মানব বন্ধন করেছে ফেনী জেলা আইনজীবি সমিতি। রোববার ফেনী আদালত চত্তরে মানব বন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. জাহিদ হোসেন খসরু, সাধারণ সম্পাদক এড. ইউছুপ আলমগীর, এড. আক্রামুজ্জামান, এড. নুরুল আফসার চৌধুরী মুকুল, এড. ইব্রাহী, এড. গোলাম রব্বানী, এড. পার্থ, এড. শামীম, এড. জহির উদ্দিন মামুন প্রমুখ।
সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ফেনী আইনজীবি সমিতির মানব বন্ধন
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : August, 28, 2016, 7:50 pm