শান্তিরক্ষায় বিশ্বে প্রশংসিত বাংলাদেশ পুলিশ : আইজিপি

ডেস্ক রিপোর্ট»বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ‘পৃথিবীর যুদ্ধবিধস্ত বিভিন্ন দেশে শান্তিরক্ষায় বাংলাদেশ পুলিশের অনন্য অবদান বিশ্ববাসীর অকুণ্ঠ সমর্থন ও প্রশংসা অর্জন করেছে। পেশাদারিত্ব, শৃঙ্খলাবোধ ও উঁচুমানের নৈতিকতা বজায় রেখে এ অর্জন ধরে রাখতে হবে।’
পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে দারফুর, হাইতি, কঙ্গো, মালি, আইভরিকোস্ট ও দক্ষিণ সুদান মিশনে কর্মরত বাংলাদেশ পুলিশের ফর্মড পুলিশ ইউনিট (Formed Police Unit ) এবং ইউএনপোল (UNPOL) কমান্ডারসহ অন্যান্য সদস্যের সাথে আলাপকালে এ কথা বলেন আইজিপি। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পুলিশ প্রধান মিশন সংশ্লিষ্ট প্রশাসনিক, লজিস্টিকস ও ওয়েলফেয়ারসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুনামের সাথে দায়িত্ব পালন করায় তিনি বাংলাদেশ পুলিশের দুটি নারী ফর্মড পুলিশ ইউনিটের ভূয়সী প্রশংসা করেন। সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে আন্তরিকভাবে সচেষ্ট থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
আইজিপি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের সদস্যদের সুমহান আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বিগত দিনে শান্তিরক্ষায় আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, বর্তমানে দারফুর, হাইতি, কঙ্গো, মালি, আইভরিকোস্ট, দক্ষিণ সুদান, লাইবেরিয়া ও সোমালিয়ায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ১৬৩ জন নারী সদস্যসহ এক হাজার ১৪৩ জন পেশাদারিত্ব ও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। নামিবিয়া মিশনের মধ্য দিয়ে ১৯৮৯ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা শুরু হয়। এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৬ হাজার ৭৮০ জন সদস্য বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করেছেন। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছেন ২০ জন বীর পুলিশ সদস্য।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com