ডেস্ক নিউজ»প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় হত্যাচেষ্টা মামলায় বরেণ্য সাংবাদিক শফিক রেহমানের তিন মাসের জামিন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তার জামিনে মুক্তি পেতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ বুধবার শর্তসাপেক্ষে এ জামিন মঞ্জুর করেন।
রায়ে আদালত বলেন, সাংবাদিক শফিক রেহমানকে তিন মাসের বা পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত জামিন দেয়া হলো। তবে, পাসপোর্ট জমা দেয়া না থাকলে তার বৃটিশ ও বাংলাদেশী পাসপোর্ট জমা দিতে হবে।
গত ৭ জুন শফিক রেহমানের জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। পরে তিনি এর বিরুদ্ধে আপিল করেন। বুধবার শুনানি শেষ আপিল বিভাগের বেঞ্চ এই রায় দেন।
আদালতে শফিক রেহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী এজে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।