নিজস্ব প্রতিবেদক» ফেনীতে নব নির্বাচিত ১৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তাদের শপথ পাঠ করান জেলা প্রশাসক আমিন উল আহসান। চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন- সদরের ফাজিলপুর ইউনিয়নের মজিবুল হক রিপন, কাজিরবাগেরে এডভোকেট কাজী বুলবুল আহম্মেদ সোহাগ, পাঁচগছিয়ার আনোয়ার হোসেন মানিক, মোটবীর হারুন অর রশিদ এলএলবি, কালিদহের দিদার হোসেন, শর্শদী ইউনিয়নের জানে আলম, সোনাগাজী সদর ইউপির সামসুল আরেফিন, চর মজিলিশপুর ইউপির এমএ হোসেন, বগাদানা ইছাক খোকন, মতিগঞ্জ ইউপির রবিউজ্জামান বাবু, চরচান্দিয়ার মোশাররফ হোসেন মিলন,আমিরাবাদে জহিরুল আলম, নবাবপুরের দেলোয়ার হোসেন দেলু, মঙ্গলকান্দির মোশাররফ হোসেন মিলন, এবং চর দরবেশ ইউপির নুরুল ইসলাম ভুট্টু।শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বিএকম, সদর উপজেলা ইউএনও পিকে এনামুল করিম প্রমুখ।
অপর দিকে দুপুর ১২ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলার ৬ ইউনিয়নের নির্বাচিত ৭২ জন সদস্য শপথ গ্রহন করেছেন। তাদের শপথ পাঠ করান ফেনী সদর উপজেলার নির্বাহী অফিসার পিকেএম এনামুর করিম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমানসহ বিভিণ্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।
এদিকে বিকেলে সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ৯ ইউনিয়নের মেম্বারদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার।
শপথ নিলেন ফেনী সদর ও সোনাগাজীর ১৫ ইউপির চেয়ারম্যান ও মেম্বার
জাগোফেনী টুয়েন্টিফোরডটকম | আপডেট : August, 9, 2016, 7:32 pm