জাগো ফেনী ডেস্ক»শরৎ এলেও প্রকৃতিতে এখন বিদায়ী বর্ষাকালেরই দাপট। রবিবার সকাল থেকেই দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন এটা ভারত থেকে বাংলাদেশের ভূখণ্ডে আসা লঘুচাপের কারসাজি।
শুধু তাই নয়, দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করতে হয়েছে আবাহওয়া অধিদফতরকে।
অতি ভারি বর্ষণের পূর্বাভাস দিয়ে আবহাওয়া বিভাগ জানিয়েছে, এর কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ মো. আব্দুল মান্নান রবিবার সকালে বলেন, ‘ভারতে অবস্থানরত লঘুচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে বাংলাদেশের স্থলভাগে অবস্থান করছে। এটির শক্তি সঞ্চারের সম্ভাবনা দেখছি না। এর প্রভাবেই দেশের মধ্য ও দক্ষিণাঞ্চল পেরিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত এ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।’
কাগজে-কলমে বর্ষাকাল বিদায় নিলেও রবিবার ভাদ্রের ৬ তারিখে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া বিভাগ।
রবিবার সকালে উঠেই রাজধানীবাসী দেখেছে ভাদ্রের গোমরামুখো আকাশ। গুড়ি গুড়ি বৃষ্টি তো ছিলই। বেলা গড়াতে মেঘের আনাগোনাও বাড়ে। বেলা ১১টার দিকে ঢাকায় ‘আকাশ ভাঙ্গা’ বৃষ্টি। বৃষ্টিতে ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা (বজ্র মেঘ) তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্রগ্রাম, কক্সবাজার, মংলা ও
পায়রা সমূদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সতর্ক বার্তায়।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া বিভাগ।
আবহাওয়া অধিদফতর রবিবার সকালে ভারি বর্ষণের সতর্কবাণীতে জানিয়েছে, বাংলাদেশে অবস্থানরত লঘুচাপের কারণে রবিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়াবিদরা।
রবিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মাইজদীকোর্টে, সেখানে ১০৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময়ে ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।