ডেস্ক রিপোর্ট» লক্ষ্মীপুরে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে মো. সাগর (২৬) নামে এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-রায়পুর মহাসড়কের লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর মুন্সিগঞ্জ জেলার সিরাজদী থানা এলাকার মোলাদিয়া মধ্যপাড়ার মো. মিজানুর রহমানের ছেলে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আবদুল মালেক জানান, দুপুর ১টার দিকে গ্রামীণ পরিবহন নামের একটি বাস রায়পুর থেকে ছেড়ে ঢাকা যাচ্ছিল।
এসময় মান্দারী বাজার এলাকায় পৌঁছলে বাসটির ছাদে থাকা যাত্রী সাগর নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চালকের ঘুমের ঝোঁক হওয়ায় বাসটি কয়েকটি দোল খেয়ে রাস্তার পাশে পড়ে যাওয়ারও উপক্রম হয়। ওই সময়ই ছাদ থেকে ওই যাত্রী পড়ে যায় বলে যাত্রীরা জানায়।
লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। গাড়িটি আটক করে তাদের হেফাজতে রাখা হয়েছে।