শহর প্রতিবেদক» বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবীতে ফেনীতে এক বিক্ষোভ মিছিল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি’র নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সদর হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলের অগ্রভাগে ছিলেন বিএনপি নেতা এডভোকেট খাজা মাঈন উদ্দিন, ফেনী সদর উপজেলা বিএনপির সভাপতি এড. সৈয়দ মিজানুর রহমান, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ বাহার সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন বাবলু, চট্টগ্রাম জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক এড. মফিজুর রহমান, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী জান্নাতুল ফেরদৌস মিতা, সোনাগাজী পৌর বিএনপির সাবেক সভাপতি আলা উদ্দিন গঠন। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন খোন্দকার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস.এম কায়সার এলিন, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, পৌর ছাত্রদলের আহবায়ক নুর ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাতসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি বলেন, বর্তমান জালেম সরকারের আমলে ফেনীসহ সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অন্যায়ভাবে অত্যাচার ও নির্যাতনের শিকার। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। এছাড়া তিনি অন্যায়ভাবে গ্রেফতারকৃত রিজভীর নিঃশর্ত মুক্তি কামনা করেন। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আন্দোলন সংগ্রামে ভেদাভেদ ভুলে গিয়ে সকল নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।