নিজস্ব প্রতিবেদক» দাগনভূঞায় বাস চাপায় নজরুল ইসলাম জুয়েল (২৫) ও এবাদুল হক (২২) নামে দুই যুবক নিহত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার ফেনী-বসুরহাট সড়কের দুধমুখা দক্ষিণ চাঁনপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত দুজনই ৭নং ওয়ার্ড যুবলীগের কর্মী বলে জানা গেছে।
উপজেলার জয় নারায়নপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে জুয়েলও একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে এবাদুল মোটর সাইকেলযোগে নোয়াখালীর মুছাপুর পর্যটন স্পট পরিদর্শনে বের হন।
তাদের বহরকারী মোটরসাইকেলটি সড়কের ওই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সাথে সংঘর্ষ হয়।
স্থানীয়রা গুরুতর আহত দুজনকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এবাদুল হককে মৃত ঘোষণা করেন ও জুয়েলকে ফেনী সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। দাগনভূঞা থানার ওসি আসলাম উদ্দিন সড়ক দূর্ঘটনা দুই যুবক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।