প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশি এক শ্রমিক। গুলিবিদ্ধ ওই শ্রমিকের নাম তারেকুল ইসলাম (২৩)। রোববার বিকেল সাড়ে ৫ টায় দেশটির জালান গেন্টিং ক্লাংয়ে পাম্পের ভিতর এ ঘটনা ঘটে।
দেশটির পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে বাংলাদেশি ওই শ্রমিক জালান গেন্টিং ক্লাংয়ের একটি পেট্রাল পাম্পে কাজ করে আসছিল। রোববার বিকেলে হঠাৎ কয়েকজন সন্ত্রাসী এসে পাম্পের ভিতর ঢুকেই পর পর ৩টি গুলি ছোড়ে। ক্যাশ বসে থাকা তারেকুল বাধা দেয়ায় সন্ত্রাসীরা তার পায়ে গুলি করে। গুলির শব্দ শুনে লোকজন জড়ো হয়ে একজন সন্ত্রাসীকে আটক করে পুলিশের হাতে সোর্পদ করে।
স্থানীয় সিআইডি প্রধান রুশদী মোহাম্মদ বলেন, আহত বাংলাদেশি শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান রুশদী মোহাম্মদ।