মহিপালে কুড়িয়ে পাওয়া ৪০ হাজার টাকা পুলিশে দিলেন রিক্সাচালক

বিশেষ প্রতিবেদক»অভাব কখনো সততার প্রতিবন্ধক হতে পারেনা। বরং অভাবই কখনো সৎ হতে অনুপ্রেরণা যোগায়। সে কথাই প্রমাণ করলেন রিক্সাচালক মো: মানিক। ফেনীর মহিপালে কুঁড়িয়ে পাওয়া ৪০ হাজার ৫শ টাকা মডেল থানায় জমা দিয়েছেন রিক্সাচালক মো: মানিক।

পরিবারের ভরনপোষনের দায়িত্ব নিয়ে বেশ কয়েকবছর আগে দিনাজপুর সদর উপজেলার কালিতলা গ্রাম থেকে ফেনীতে আসেন মানিক। রিক্সাচালনাকে সৎভাবে আয়ের মাধ্যম হিসেবে গ্রহণ করেন।

শহরের খাজুরিয়া এলাকায় ভাড়া থেকে শহরে রিক্সা চালায়। রবিবার বিকাল ৩টার দিকে মহিপাল আনসার ক্যাম্প সংলগ্ন স্থানে কাপড় মোড়ানো কিছু একটা পড়ে থাকতে দেখে হাতে নেয় সে।

কাপড় খুলে ৪০ হাজার ৫শ টাকা দেখতে পায়। অবশ্য অপর একজন তার কাছ থেকে উল্লেখিত টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে। টাকার মালিকের প্রমানাদি না থাকায় তিনি বিকাল ৫টার দিকে ফেনী মডেল থানার ওসি মো: মাহবুব মোরশেদের কাছে হস্তান্তর করে। মানিক পুলিশকে জানায়, এ টাকার প্রতি তার কোন লোভ নেই। প্রকৃত মালিক যেন টাকাগুলো পায় সেজন্য থানায় নিয়ে এসেছে।

ওসি মো: মাহবুব মোরশেদ ফেনীর সময় কে জানান, উপযুক্ত প্রমানাদি নিয়ে আসলে প্রকৃত মালিককে টাকা ফেরত দেয়া হবে। তিনি রিক্সা চালক মানিককে তার সততার জন্য সাধুবাদ জানান।
মানিক দিনাজপুর সদর উপজেলার কালিতলা গ্রামের আশরাফ আলীর ছেলে।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com