শহর প্রতিনিধিঃঃ মলম পার্টির দুসদস্যকে আটক করেছে ফেনীর ডিবি পুলিশ। আটকরা হলো দাগনভূঞার মধ্যম জয় নারায়নপুর পদুয়া বাড়ির মরহুম আব্দুল গফুর এর ছেলে, হুমায়ুন কবির (৩৫) ও তার সহযোগি একই থানার গজারিয়া নজির বলি মেম্বারের বাড়ির মরহুম আব্দুর রশিদের ছেলে ইসমাইল হোসেন ওরফে মুন্সি (৩২)।
শুক্রবার ফেনীর এফ রহমান এসি মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।