ডেস্ক রিপোর্ট»মীর কাসেম আলীকে সরকারি ষড়যন্ত্রে হত্যার প্রতিবাদে ও সকল আটক নেতা-কর্মীর মুক্তির দাবিতে বুধবার (৩১ আগস্ট) সারা দেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা হরতাল পালন করা হবে।
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর রিভিউ আবেদন বুধবার (৩০ আগস্ট) খারিজ করে দেওয়ার পর তাৎক্ষণিক এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন।
এ কর্মসূচির আওতামুক্ত থাকবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস, হজ যাত্রীদের বহনকারী যানবাহন ও সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি।
ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বিবৃতিতে বলেন, ‘বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শান্তিপূর্ণ হরতাল ঘোষণা করছি।’
।। দি রিপোর্ট