নিজস্ব প্রতিবেদক»উজান থেকে নেমে আসা পানিতে আবারো প্লাবিত হয়েছে পরশুরাম-ফুলগাজীর ৫ গ্রাম। রবিবার সকাল থেকেই অস্বাভাবিক ভাবে বাড়তে থাকে মূহুরী-কহুয়া নদীর পানি।
মূহুরী নদীর ভাঙ্গন কবলিত অংশগুলো দিয়ে পানি প্রবেশ করছে লোকালয়ে।ফলে পরশুরামের মালিপাথর ,উত্তর শালধর,ফুলগাজীর উত্তর দৌলতপুর,পশ্চিম ঘনিয়া মোড়া ও কিসমত ঘনিয়া মোড়া গ্রামের প্রায় ৮শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
পশ্চিম ঘনিয়া মোড়া গ্রামের মিজানুর রহমান জানান,দুপুর ১২টার দিকেই বেড়িবাঁধের ভাঙ্গা অংশ দিয়ে গ্রামে পানি প্রবেশ করছে। এ গ্রামের কয়েকশত পরিবার পানি বন্দী হয়ে পড়েছে।গত ২১ শে আগষ্ট কিসমত ঘনিয়া মোড়া ফুলগাজী পুকুরের পাশে,উত্তর দৌলতপুর সামছুল হক পাটোয়ারী বাড়ির পাশে ও উত্তর শালধরে মূহরী নদীর বেড়িবাঁধের ৩ স্থানে ভয়াবহ ভাঙ্গনের সৃষ্টি হয়।
পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার মনিরা হক জানান,মূহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় গ্রাম গুলোতে পানি ঢুকছে।
ছবি আছে:উত্তর শালধরে মূহুরী নদীর ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করছে।