মুহম্মদ নূরুল হুদা
তোমার সৃষ্টির পথে
হেঁটে হেঁটে
অকস্মাৎ দেখে ফেলি
জ্যোতিষ্ক তোমার;
যে দেখায় অন্তরের পথ,
যে শেখায় কালান্তরে
শান্তির শপথ।
হেঁটে হেঁটে
অকস্মাৎ দেখে ফেলি
জ্যোতিষ্ক তোমার;
যে দেখায় অন্তরের পথ,
যে শেখায় কালান্তরে
শান্তির শপথ।
চিরস্বচ্ছ চিরসমুজ্জ্বল
সেই পথে চলমান
শ্রাবণের রথ;
সে পথের যাত্রী আমি,
সে পথের যাত্রী তুমি,
সে পথেই আমাদের
আলোকশপথ।
সেই পথে চলমান
শ্রাবণের রথ;
সে পথের যাত্রী আমি,
সে পথের যাত্রী তুমি,
সে পথেই আমাদের
আলোকশপথ।
যে দেখেছে
নিজচিত্তে সত্যের সম্ভার,
সে দেখেছে সৃষ্টিচিত্তে
শান্তির অক্ষয় অধিকার।
নিজচিত্তে সত্যের সম্ভার,
সে দেখেছে সৃষ্টিচিত্তে
শান্তির অক্ষয় অধিকার।
না,
নেই কোনো মৃত্যুদিন
আছে শুধু জন্মদিন,
কবি তো কখনো নয়
মৃত্যুর অধীন।
নেই কোনো মৃত্যুদিন
আছে শুধু জন্মদিন,
কবি তো কখনো নয়
মৃত্যুর অধীন।
কবিকে আপন করো
আপন অন্তরে;
সৃষ্টি ও শান্তির সখ্যে
আলো জ্বালো আপনার ঘরে।
আপন অন্তরে;
সৃষ্টি ও শান্তির সখ্যে
আলো জ্বালো আপনার ঘরে।