বগাদানা ইউপি চেয়ারম্যান খোকনের দায়িত্ব গ্রহন

নিজস্ব প্রতিবেদক» “ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও ফেনী জেলা অা’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি অামাকে যোগ্য মনে করে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছিলেন। ৪ জুনের নির্বাচনে অাপনারা অামাকে নির্বাচিত করেছিলেন।

আমি আপনাদের অামানত রক্ষা করার চেষ্টা করবো, সহবস্থানের রাজনীতির ব্যাবস্থা করবো, সামাজিক ব্যাধি মাদক, ইভটিজিং, চাঁদাবাজ, সালিস বাণিজ্য, জুয়া, বাল্য বিবাহ নিয়ন্ত্রনে কাজ করবো।”

বুধবার সকাল ১১টায় তাকিয়া বাজার বঙ্গবন্ধু পরিষদ চত্বরে দায়ীত্ব গ্রহনকালে এসব কথা বলেন নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা অা’লীগের সাংগঠনিক সম্পাদক ক. খ. ম ইসহাক খোকন। তিনি অারো বলেন সকলের সহযোগীতা পেলে উপজেলার শ্রেষ্ঠ মডেল ইউনিয়ন গড়ে তুলবো ইনশাল্লাহ।

সদ্য সাবেক চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটুর সভাপতিত্বে ও ইউনিয়ন অা’লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মেম্বারের সঞ্চালনায় হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অা’লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার।

তিনি বলেন, ক্ষমতা বিকেন্দ্রীকরণের জন্য শেখ হাসিনা সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠান গুলোকে অধিক গুরুত্ব দিচ্ছেন। সকলে মিলেমিশে কাজ করলে গ্রামীন অবকাঠামো গুলোর উন্নয়ন হবে ।

এসময় অারো বক্তব্য রখেন ইউনিয়ন অা’লীগের সভাপতি বেলায়েত হোসেন মেম্বার, ওছমানীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, তাকিয়া বাজার মাদ্রাসা সুপার বজলের রশিদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম রুবেল প্রমুখ।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com