নিজস্ব প্রতিবেদক»সাইদুর (২৬) ও শাহীন মিয়া (২৩) নামে ২মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফেনীস্থ র্যাব ৭ ক্যাম্প এর সদস্যরা।
শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে চট্টগ্রামের আকবর শাহ থানা থেকে একটি কাভার্ড ভ্যানসহ (ঢাকা মেট্রো ট ১৮- ২৪০৩) তাদের আটক করা হয়। পরে কাভার্ড ভ্যান তল্লাসী করে ৮৯৫বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটক সাইদুর নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার শানারপাড় গ্রামের শহীদ সরদারের ছেলে ও শাহীন মিয়া কুমিল্লার লাঙ্গলকোট থানার খাটাচং গ্রামের আব্দুল মালেকের ছেলে।
আটকদের চট্টগ্রামের আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।