ফেনী রিপোর্টার্স ইউনিটিতে স্বরচিত কবিতা পাঠ করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব

শহর প্রতিনিধি» ফেনী রিপোর্টার্স ইউনিটিতে নিজের লেখা কবিতা পাঠ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার। বৃহস্পতিবার সন্ধ্যায় রিপোর্টার্স ইউনিটি স্বরচিত কবিতা সন্ধ্যা শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন সরকার,খাদ্য অধিদপ্তরের উপ-সচিব চিত্ত রঞ্জন বেপারী।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফেনী জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দেবময় দেওয়ান। ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওছমান হারুন মাহমুদ দুলালের সভাপতিত্তে ও সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপনের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক আমার কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক ফজলুল হক রানা,ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ প্রমূখ।
প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com