নিজস্ব প্রতিবেদক»ছোট ফেনী নদীর মুছাপুর ক্লোজারে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ৮টার দিকে ফেনী নদী থেকে রাবিতা (১২) ও ফাতেমার (১৩) লাশ উদ্ধার করা হয়।
বুধবার বিকালে মুছাপুর ক্লোজারে পর্যটকবাহী ট্রলারটি ডুবে যায়। ওইদিনই কামরুন নাহার ফেন্সী নামে এক নববধূর লাশ উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি জানান, শুক্রবার সকালে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা মুছাপুর পর্যটন এলাকা থেকে চার কিলোমিটার দক্ষিণে ছোট ফেনী নদী থেকে রাবিতা ও ফাতেমার ভাসমান লাশ উদ্ধার করে।
দু’জনেই স্থানীয় আজগর আলী দাখিল মাদ্রাসার পড়তো। রাবিতা ষষ্ঠ ও ফাতেমা অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।
রাবিতা আজগর আলী দাখিল মাদ্রাসার শিক্ষক নুরুল আনোয়ারের মেয়ে। তার বাড়ি চরফকিরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে। আর ফাতেমা চরফকিরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আবুল কালাম মিস্ত্রীর মেয়ে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন লাশ দুটি তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করেছেন।
এরপর ফাতেমা ও রাবিতার নিজ বাড়িতে জানাজা শেষে দাফন করা হয়েছে।