নিজস্ব প্রতিবেদক» ফেনী নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় কামরুন নাহান ফেন্সি (১৯) নামে ১ নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো এক যাত্রী। জীবিত উদ্ধার করা হয়েছে প্রায় ৩৮যাত্রীকে।
বুধবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ এলাকার ছোটফেনী নদীর মূছাপুর ক্লোজার ড্যাম এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ট্রলারের যাত্রীরা ড্যাম এলাকায় ট্রলার যোগে ঘুরতে গিয়ে ঢেউয়ের কবলে পড়েছিল বলে স্থানীয়রা জানিয়েছে।
সন্ধ্যা ৭টায় কোম্পানীগঞ্জ থানার ওসি ফজলে রাব্বি টেলিফোনে জাগো ফেনীকে জানান নিখোঁজ যাত্রীর খোঁজে তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।