ফেনী আলিয়া মাদ্রাসায় নানা আয়োজনে শোক দিবস পালিত

শহর প্রতিনিধি» স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফেনী আলিয়া মাদ্রাসায় নানা আয়োজনে পালন করা হয়। দিবসের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ এবং কুরআন তিলাওয়াত অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী।
ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপাধ্যক্ষ এ.কে.এম আতিকুর রহমান, সহকারী অধ্যাপক মো. বেলায়েত হোসেন ও সহকারী শিক্ষক মো. ফরিদ উদ্দিন। এছাড়া ছাত্রদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন মো. জামাল হাসান ও মো. জুনায়েদ আল মাহমুদ।

পরে শিক্ষার্থীদের মাঝে ‘ছোটদের বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর ছোটবেলা ও বঙ্গবন্ধু তুমি আমাদের পিতা’ নামে মোট ৫০টি বই বিতরণ করা হয়।

শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় করে মুনাজাত পরিচালনা করেন ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. মাহমুদুল হাসান।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com