ফেনীর তৃপ্তি এগ্রো পার্কে চলছে অসামাজিক কাজ

বিশেষ প্রতিনিধি» ফেনীর রানীর হাটের তৃপ্তি এগ্রো পার্কে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে আসা শিক্ষার্থীদের সংখ্যা বেড়ে গেছে। বাসা থেকে স্কুল কলেজের কথা বলে বের হলেও ছাত্র এবং ছাত্রীরা প্রেমিক জুটি এক হয়ে আড্ডায় মেতে উঠছেন তৃপ্তি এগ্রো পার্কে।
শুধু তাই নয়, নিবিড় সবুজের সমারোহতে প্রেমের নামে স্কুল-কলেজের অপ্রাপ্ত বয়স্ক শিক্ষার্থীরা মেতে উঠছে বেহায়াপনায়। এদের থেকেও বেশি বেহায়াপনায় মগ্ন হচ্ছে যুবক-যুবতীরা। তৃপ্তি এগ্রো পার্কে অনৈতিক কর্মকান্ড যেন অঘোষিত নিয়মে পরিনত হয়েছে।

এই তৃপ্তি এগ্রো পার্কের গাছের ঝোপে ঝাড়ে নিজেদের আড়াল করে যুবক-যুবতী এবং স্কুল-কলেজের অপ্রাপ্ত শিক্ষার্থীরা মেতে উঠছে অনৈতিক সম্পর্কে। যে কারনে পার্কগুলো দিনে দিনে অসুস্থ পরিবেশে পরিনত হচ্ছে।

একটি সুস্থ সাভাবিক মানুষ এসব পার্কে ঘুরতে যেতে চাইছে না। পরিবার পরিজন নিয়ে এসব স্থানে ঘুরতে গেলেই তাদের চোখে পড়ছে অপ্রাপ্ত বয়স্ক শিক্ষার্থী কিংবা যুবক-যুবতীর প্রেমের নামে অনৈতিক সম্পর্কের আপত্তিকর চিত্র। যা দেখে লজ্জিত হওয়া ছাড়া আর কোন উপায় থাকছে না তাদের।

jago_1

এই বিষয়য়ে স্থানীয় কর্মচারীদের জিজ্ঞাস করেও কোন সুদোত্তর পাওয়া যায়নি। তৃপ্তি এগ্রো পার্কের স্বত্বাধীকারী আলি আহম্মদ তিতুর সাথে যোগাযোগ করতে চাইলে সেল ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয় এলাকাবাসীরা ও সচেতন অভিবাবকরা এই ব্যপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com