ফেনীর কালিদহে পুকুরে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক» পুকুরে ডুবে মারা গেছে শারমিন আরা সুমি(১৭) নামে স্কুল ছাত্রী। বৃহস্পতিবার সকালে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের দক্ষিণ কোনার গ্রামে মর্মান্তিক এই ঘটনা। সুমি ওই গ্রামের লালমিয়া সওদাগর বাডির আব্দুল মতিনের মেয়ে  ও স্থানীয় সোনাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
বাড়ির লোকজন জানান, স্কুলে যাওয়ার উদ্দেশে প্রতিদিনের মতো পুকুরে গোসল করতে যায় সুমি। দীর্ঘক্ষণ ধরে সে ফিরে না আসায় তার স্বজনরা পুকুরঘাটে গেয়ে সুমির ভাসমান লাশ দেখতে পায়।
প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com