ফেনীতে ভূমিকম্প


ডেস্ক রিপোর্ট>>ফেনীসহ সারা দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারে। তবে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা এখনো নিশ্চিত করেনি আবহওয়া অধিদফতর।

বুধবার (২৪ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩৪ মিনিটে এ ভূমিকম্প আঘাত আনে। প্রায় ১০ থেকে ১২ সেকেন্ড এ কম্পন অনুভূত হয়।

তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮।

এ সময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে এবং ভয়ে রাস্তায় নেমে আসতে দেখা গেছে।

আবহওয়া অধিদফতরের ভূমিকম্প পরিমাপক কেন্দ্রের আবহওয়াবিদ জাকির হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আমরা এটার মাত্রা পরিমাপ করছি। পরে বিস্তারিত বলা যাবে।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com