শহর প্রতিনিধি»ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে ২৮ আগষ্ট রোববার সকালে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তৃণমূল পর্যায়ে ভলিবল প্রশিক্ষণ শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভলিবল ফেডারেশনের সদস্য নোয়াখালী ক্রীড়া সংস্থার সহ সভাপতি সামছুল হাসান মিরণ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারের সভাপতিত্বে অতিথি ছিলেন ভলিবল প্রশিক্ষক মফিজুল ইসলাম ও প্রবীণ ক্রীড়া শিক্ষক গোলাম হায়দার। এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আমির হোসেন বাহার জানান, জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফেনীর ২০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ভলিবল প্রশিক্ষণ ১০দিন পর্যন্ত চলবে।