শহর প্রতিনিধি»জাতীয় ক্রীড়া পরিষদের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে তৃণমূল পর্যায়ে হ্যান্ডবল প্রশিক্ষণ মঙ্গলবার ( ২৩ আগষ্ট)সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শামীম আরা, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সাহেদ উদ্দিন মিল্লাত, সদস্য আলহাজ্ব হারুন অর রশিদ মজুমদার, আব্দুল মোতালেব হুমায়ুন।
এ সময় উপস্থিত ছিলেন মহিলা ক্রীড়া সংস্থার সদস্য লায়লা জেসমিন বড় মনি, ডাঃ হোসনে আরা শাকিলা ও প্রবীণ ক্রীড়া শিক্ষক মো. হায়দার।
হ্যান্ডবল প্রশিক্ষক খান মুহাম্মদ ইমতিয়াজ জানান, জেলার ৮টি বিদ্যালয়ের ১১০জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে বাছাই শেষে জেলা পর্যায়ে ১৪জন খেলোয়াড় চুড়ান্ত হয়। শেষে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে সনদপত্র তুলে দেন।