শহর প্রতিনিধি» ফেনীতে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানব বন্ধন করেছে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। বৃহঃবার ফেনী শহীদ মিনার চত্বরে ‘সন্ত্রাস-জঙ্গিবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক’ এ শ্লোগানে জেলার পরিবার-পরিকল্পনা বিভাগীয় সকল কর্মকর্তা-কর্মচারী মানববন্ধনে অংশ নেন।
জেলা পরিবার-পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন পরিবার-পরিকল্পনা বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (যুগ্ম সচিব) মুহাম্মদ নুরুল আলম। বক্তব্য রাখেন- ডা. বেলাল উদ্দিন, ডা. এস এম আব্দুল্লাহ আল মামুন ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন।
মানববন্ধনে বক্তারা দেশের সমৃদ্ধি ও শান্তি-শৃঙ্খলা অব্যাহত রাখার স্বার্থে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান এবং কিশোর-কিশোরীদের মাঝে সেবাপ্রদানকালে এই বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের অনুরোধ করেন।
পরে জেলা শিল্পকলা মিলনায়তনে পরিবার-পরিকল্পনা বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে সম্প্রতি জনপ্রশাসন পদক-২০১৬ প্রাপ্ত ‘ছনুয়া মডেল’ সংশ্লিষ্টদের সংবর্ধনা প্রদান করা হয়।