নিজস্ব প্রতিবেদক»মোবাইল ফোনের লোভে আপন ভাগিনাকে গলা কেটে খুন করেছে পাষন্ড মামা। সোমবার ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের মধ্যম ফাজিলপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ পাষন্ড নুরুল আলমকে আটক করেছে।
পুলিশ জানায়, সোমবার মনছুর ফাজিল পুরের নানা বাড়ি বেড়াতে যায়। সন্ধ্যায় মাদকাসক্ত মামা নুরুল আলম, মুহুরী নদীর পাড়ে ডেকে নিয়ে মনছুরের মোবাইল ফোনটি কেড়ে নেয়ার চেষ্টা করে।
ধস্তাধস্তির এক পর্যায়ে মনছুরের মাথায় ইট দিয়ে আঘাত করে নুরুল আলম। পরে গলা কেটে হত্যা করে লাশ মুহুরী নদীর পাড়ে পুঁতে রাখে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত মনছুর ফাজিলপুর নুরানী মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।