শহর প্রতিনিধি» বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফেনী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জয়নাল আবদীন ভিপিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনোনীত করায় মঙ্গলবার বিকালে ফেনীতে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বৃষ্টিকে উপেক্ষা করে শতশত নেতা কর্মী বিকালে ভিপি জয়নালের গাড়ী বহরকে শহরতলী মোহাম্মদ আলী থেকে বিশাল মোটর শোভাযাত্রার মাধ্যমে স্বাগত জানায়। মোটর শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে সদর হাসপাতাল মোড়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশ স্থলে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ ফরিদ বাহার, সোনাগাজী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি জয়নাল আবদিন বাবলু, সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আলাউদ্দিন গঠন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল আলম (জহির), ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট এর ভিপি মোঃ বেলাল হোসেন, নবাবপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাষ্টার জহির উদ্দিন সোহাগ, ছাত্রদলের এক অংশের সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন বাবুল, কাজিরবাগ ইউপির সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী মেম্বার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমান উদ্দিন কায়সার সাব্বির, সদর উপজেলার সাবেক সভাপতি নুর হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আবুল খায়ের লিংকন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খুরশিদ আলম হারুন, জেলা ছাত্রদলের একাংশের সিনিয়র সহ-সভাপতি নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম মিলন, সদর উপজেলা সভাপতি জিয়া উদ্দিন পাটোয়ারী ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, মহিপাল সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি কাজী নজরুল ইসলাম দুলালসহ বিভিন্ন উপজেলার বিএনপি, যুবদল, সেচ্ছা সেবকদল ও ছাত্রদলের নেতাকর্মিরা।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে জয়নাল আবেদীন ভিপি তাকে উপদেষ্টা মনোনিত করার চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ দলীয় নেতা কর্মীদের নিকট কৃতজ্ঞতা জানান।