ফেনীতে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী ছুট্টু আটক

শহর প্রতিনিধি»ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী নুরুল করিম ওরফে ছুট্টু (৪৭) কে আটক করেছে ফেনীর ডিবি পুলিশ। রোববার তাকে আক করা হয়।

মাদক ব্যবসায়ী ছুট্টু ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের বরইয়া চৌধুরী বাড়ির মরহুম বজলুর রহমানের ছেলে। আটকের সময় তার কাছ থেকে ১৩বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ছু্ট্টু মিয়াকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com