শহর প্রতিবেদক» ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে বুধবার থেকে (১৭ আগষ্ট) সপ্তাহব্যাপী বালিকা হ্যান্ডবল প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে অংশ নেয় জেলার ৮টি বিদ্যালয়ের ১১০জন শিক্ষার্থী। প্রথম পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ শেষে বাছাই পর্বে ৩০জন খেলোয়াড় নির্বাচিত হয়।
প্রশিক্ষন শুরু পূর্ব উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামীম আক্তারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের জুডো প্রশিক্ষক এ.কে.এম আজাদ, হ্যান্ডবল প্রশিক্ষক খাঁন মুহাম্মদ
ইমতিয়াজ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য কে বি এম জাহাঙ্গীর আলম ও গোলাম হায়দার মজুমদার।
জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উক্ত প্রশিক্ষণ সাত দিন পর্যন্ত চলবে।