নিজস্ব প্রতিবেদক»ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটকরা হলো সুন্দরপুর আতর আলী চৌধুরী বাড়ির সাইদুল হকের ছেলে মোঃ মীর হোসেন (৩০), একই বাড়ির মরহুম মহব্বত আলীর ছেলে মোঃ দুলাল (৩২)। বুধবার ডিবি পুলিশ সদর উপজেলার শর্শদী ইউপির সুন্দরপুর থেকে তাদের আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ১৮বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক দু’জনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।