ফেনীতে দিনব্যাপী কর্মসূচীর মধ্যদিয়ে শোক দিবস পালন করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড

নিজস্ব প্রতিবেদক» স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফেনী জেলা ইউনিট দিনব্যাপী কর্মসূচী পালন করেছে। ১৫ আগষ্ট বিকালে আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও দোয়া মাহফিল জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফেনী জেলা ইউনিটের সভাপতি আমিনুল ইসলাম হাজারী রুপক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান।

এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বি.কম, এনডিসি মোহাম্মদ আলী ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আব্দুল হান্নান। এ সময় জেলা ডেপুটি কমান্ডার আব্দুর রহমান মজুমদার ও মাষ্টার মোঃ শাহজাহানসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল হক জনি।
১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড শহরের রাজাঝির দিঘীর পাড়স্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com