শহর প্রতিনিধিঃঃহিন্দু ধর্মাবলম্বীদের মহাবতার শ্রী কৃষ্ণের জন্মদিন উপলক্ষে ফেনীতে আলোচনা সভা ও র্যালী কেরেছে ফেনী জেলা পূজা উদযাপন পরিষদ।
এ উপলক্ষে বৃহঃবার শহরে আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। র্যালী উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক আমিন উল আহসান।
শেষে জয়কালী মন্দিরে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় অন্যান্যের মাঝে অংশ নেন, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট প্রিয়রঞ্জন দত্ত ও সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপন প্রমুখ।