ফেনী কারাগারে ইয়াবা সরবরাহের সময় আটক দু‘যুবক

শহর প্রতিনিধি : ফেনী জেলা কারাগারে ইয়াবা পাচারকালে শরিফুল ইসলাম ও ইউনুছ আলী নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশ ওই দুই যুবককে হাতেনাতে আটক করে।
পুলিশ সূত্র জানায়, ওইদিন দুপুরে কারাগারে বন্দি ছাগলনাইয়ার কাজী সাইফুল ইসলামকে দেখতে আসে শরিফুল ইসলাম ও ইউনুছ আলী। বন্ধীদের সাথে স্বাক্ষাত করতে কারারক্ষী থেকে যথারীতি রশিদও কেটে নেয়। বেলা ১২টার দিকে রশিদ মুড়িয়ে কাজী সাইফুলকে ইয়াবা দেয়ার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা পুলিশ তাদের হাতেনাতে গ্রেফতার করে।

পরে তাদের কাছ থেকে মোড়ানো রশিদ থেকে ৩৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শরিফুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের জালাল আহম্মদের ছেলে ও ইউনুছ একই এলাকার আবুল খায়েরের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে উল্লেখিত দুই যুবককে আসামী করে মাদক আইনে মামলা দায়ের করে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকালে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।
এসআই সাইফুল ইসলাম জানান, বন্দিদের সাথে স্বাক্ষাতের নামে কারাগারে প্রতিনিয়ত ইয়াবা প্রবেশ করছে। বিভিন্ন সময়ে পুলিশের অভিযানে ইয়াবা পাচার ধরা পড়ছে।
এদিকে বিকালে এসআই মুনির হোসেন শান্তি কোম্পানী রোডে প্রকাশ্যে ইয়াবা বিক্রির সময়ে শরিফুল ইসলাম মুন্না (১৮) কে গ্রেফতার করেন। পরে তার দেহ তল্লাশি করে ২৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। মুন্না শান্তি কোম্পানী রোডের হারুন কমিশনারের বাড়ী সংলগ্ন আহম্মদ করিমের ছেলে। এ ঘটনায় এসআই মুনির হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে।
ফেনী মডেল থানার ওসি মো: মাহবুব মোরশেদ ইয়াবা সহ ৩ জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
অপরদিকে ফেনী সদর উপজেলার উত্তর শিবপুর থেকে রবিবার রাতে মুনির আহম্মেদের ছেলে ওমর ফারুক হারুন (৩৮) কে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে ৫শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ফেনী মডেল থানায় মাদক আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের ওসি মো: আবুল কালাম আজাদ।

প্রকাশক সম্পাদক : জাহাঙ্গীর কবির লিটন
এলাহী মার্কেট , ২য় তলা, বড় মসজিদ গলি, ট্রাংক রোড,ফেনী।
jagofeni24@gmail.com
© 2016 allrights reserved to JagoFeni24.Com | Desing & Development BY PopularITLtd.Com, Server Manneged BY PopularServer.Com